সফরে কোহলি-রোহিতরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না

সফরে কোহলি-রোহিতরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না
ভারতীয় ক্রিকেটবোর্ড বিসিসিআই, ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করছে । দেশের বাইরে সফরে আগের মতো এখন আর রোহিত–কোহলিরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না । অনুশীলন কিংবা ম্যাচেও খেলোয়াড়েরা নিজস্ব ব্যবস্থাপনায় যেতে পারবেন না । ৪৫ বা তার বেশি দিনের সফরে জীবনসঙ্গী ও সন্তানের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না ভারতীয় খেলোয়াড়েরা। পরিবারের সঙ্গে থাকা যাবে না সফরের প্রথম দুই সপ্তাহ । খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না এর চেয়ে কম দিনের সফরে।